এবিএনএ : বলিউডে অভিষেক ঘটেছে তার ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবির মাধ্যমে। তার বিপরীতে এমএস ধোনি চরিত্রে ছিলেন সুশান্ত সিং রাজপুত।
ভারতের অন্যতম সেরা অধিনায়ককে নিয়ে বানানো ছবিতে অভিনয় করে বেশ নাম কামিয়েছেন দিশা পাটানি। এবার তিনি ক্যালেন্ডার গার্ল হলেন ডাব্বু রত্নানী ক্যালেন্ডারের জন্য। শুধু তাই নয়, টপলেস হয়ে ফটোশুট করেছেন তিনি। খুব শিগগিরই ছাড়া হবে এই ক্যালেন্ডার।
শুট করতে গিয়ে নিজের অভিজ্ঞতার বয়ান করেছেন পোস্টে। লিখেছেন, এ ফটোশুটে আমি একটা জিনিসই চেয়েছিলাম। তাও মেকআপ নিয়ে। স্মোকি চোখ এবং ব্লো-ড্রাইড চুল চেয়েছিলাম। আমার মনে হয়, মেকআপ ত্বকের জন্য ক্ষতিকর। ত্বককে আসলে নিঃশ্বাস নিতে দিতে হয়। এই প্রথমবারের মতো ক্যালেন্ডারের জন্য শুট করলাম। পুরোটাই ডাব্বুর পরিকল্পনা। আমি কেবল কথামতো কাজ করেছি।
এই ক্যালেন্ডারের মডেল হওয়াটাও বড় বিষয়। কারণ এখানে আরো আছেন শাহরুখ খান, আনুশকা শর্ম, বিদ্যা বালান, সানি লিওনি এবং প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকারা।