
এবিএনএ: সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অভিনয়, সবখানেই আলোচনায় থাকেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। বহুমাত্রিক চরিত্রে কাজ করে ইতোমধ্যে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন রুনা খান। ছোট পর্দার পাশাপাশি কাজ করছেন বড় পর্দায়। এবার নতুন সিনেমায় নাম লেখালেন রুনা।
তিনি আরো বলেন, “আগামী সপ্তাহে শুরু হবে ‘লীলা মন্থন’র শুটিং। জয়দেবপুর, গাজীপুর, মানিকগঞ্জসহ বেশ কয়েকটি স্থানে শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। ডিসেম্বরে দৃশ্যধারণের কাজ শেষ করতে চাই। আগামী বছর ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির দেওয়ার ইচ্ছা রয়েছে।’
প্রসঙ্গত, ‘লীলা মন্থন’ সিনেমায় রুনা ছাড়া আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ইমতিয়াজ বর্ষণ, অধরা খান, কানিজ সুবর্ণা, এলিনা শাম্মী, শামীমা নাজনীন, মনিরা মিঠুসহ অনেকেই। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘বক’ ও ‘দাফন’ নামের দুটি সিনেমা।
Share this content: