বিনোদনলিড নিউজ

উন্মোচিত পপির ‘কাটপিছ’

এবিএনএ: নায়িকা পপি এবার অন্যরূপে নিজেকে উপস্থাপন করতে যাচ্ছেন বড় পর্দায়। নির্মাতা বুলবুল বিশ্বাসের নতুন ছবি ‘কাটপিছ’ নিয়ে পর্দা কাঁপাতে আসছেন তিনি। মঙ্গলবার ছবিটির নির্মাতা একটি পোস্টার ফেসবুকে প্রকাশ করেন। এটিই নাকি ছবিটির ফার্স্ট লুক। এতে পপিকে আবেদনময়ী রূপে দেখা গেছে। গোলাপী রংয়ের স্লিভলেজ ব্লাউজ আর উষ্ণতা ছড়ানো হালকা শাড়িতে তাকে জড়িয়ে ধরে আছেন এক সুঠোম দেহের যুবক। তবে কে এই যুবক তা বোঝা যায়নি। কেউ কেউ অনুমান করছেন, এটি মডেল সানজু জন। কেউ আবার বলছেন ভিন্ন নাম। এই পোস্টার দেখে বোঝা গেল, ‘রাজনীতি’ ছবির নির্মাতা এখন আর আগের মেজাজে নেই। হয়তো ভিন্ন কিছু উপহার দিতে চলেছেন ফিল্মপাড়ায়। আর দীর্ঘদিন পর পপিও যেন নিজেকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেছেন।

Share this content:

Back to top button