
এ বি এন এ : র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, ‘গত পরশু (বুধবার) দুই জঙ্গি আত্মসমর্পণ করেছে, এরকম আরো করবে। ওরা এখন কোণঠাসা হয়ে আছে। দেশের মানুষ সন্ত্রাসবাদ পছন্দ করে না। জঙ্গিরা এদেশে শেকড় গাড়তে পারবে না।’ বনানী খেলার মাঠে গুলশান-বনানী সার্বজনিন পূজা ফাউন্ডেশন আয়োজিত পূজা মণ্ডপ দেখতে গিয়ে শুক্রবার বেলা ১১ টার দিকে এ কথা বলেন তিনি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিয়ে তিনি বলেন, দেশের প্রত্যেকটি পূজা মণ্ডপই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। দেশের মানুষের সার্বিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এ ব্যাপারে আমাদের কঠোর নজরদারি রয়েছে। র্যাবের পাশাপাশি সাদা পোশাকধারী র্যাব সদস্যরাও মাঠে থাকবেন। এবার পূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন বেনজির আহমেদ।
Share this content: