
এবিএনএ: জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। তবে এ জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আবেদনটি চেম্বার আদালতের কার্যতালিকায় উঠেছে, শুনানি হতে পারে আগামী রবিবার।
বুধবার (৩০ এপ্রিল) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চিন্ময়ের জামিন প্রশ্নে জারিকৃত রুল নিষ্পত্তি করে তাকে জামিন মঞ্জুর করেন। পরে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ আপিল বিভাগে জামিন স্থগিত চেয়ে আবেদন করেন।
২০২৩ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের চান্দগাঁওয়ের মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় চিন্ময়সহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন। মামলায় অভিযোগ ছিল, জাতীয় পতাকা অবমাননা ও উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।
চিন্ময়ের জামিন না মঞ্জুরের পর গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সহিংসতা ঘটে, যেখানে আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, চলতি বছরের ২ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ চিন্ময়ের জামিন আবেদন খারিজ করেন। পরে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করলে ৪ ফেব্রুয়ারি রুল জারি করা হয়, যা নিষ্পত্তি করে গতকাল হাইকোর্ট তাকে জামিন দেয়।
Share this content: