জাতীয়বাংলাদেশলিড নিউজ

চাঁপাইনবাবগঞ্জে ৪ জঙ্গি আস্তানায় অভিযান শেষ, অস্ত্র উদ্ধার

এবিএনএ : চাঁপাইনবাবগঞ্জের দুই উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে চারটি বাড়ি ঘিরে অভিযান শেষ করেছে র‌্যাব। বুধবার ভোর থেকে গোমস্তাপুর ও নাচোল উপজেলায় বাড়িগুলোতে তল্লাশির পর বেশ কিছু অস্ত্র উদ্ধারের দাবি করেছে র‌্যাব। অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফ করেন চাঁপাইনবাবগঞ্জের র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম। মাহবুব আলম বলেন, অভিযানে ৪টি বিদেশি পিস্তল, একটি খেলনা পিস্তল, ১২ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন, একটি কার্তুজ ও তিন কেজি গান পাউডার উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, চারটি বাড়ির তিনটিতে কোনও নাশকতামূলক বস্তু পাওয়া যায়নি। পরে বালুগ্রাম শিমুলতলার একটি বাড়ি থেকে তিনটি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এর আগে মঙ্গলবার এক অভিযানে তিন জনকে জঙ্গি সন্দেহে আটক করা হয়। তাদের কাছ তিন কেজি গান পাউডার, একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়।
মাহবুব আলম আরও বলেন, রাতে যে তিনজনকে আটক করা হয় তারা নব্য জেএমবির সদস্য। এছাড়া বুধবার জঙ্গি সন্দেহে আবদুল মজিদ তানু নামে যে ব্যক্তিকে আটক করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততা থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
আটক ‘নব্য জেএমবি সদস্যরা’ হলো- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বালুগ্রাম শিমুলতলার মফিজ উদ্দিনের ছেলে আব্দুর সাকুর ওরফে সুকুদ্দি (৩৩), চক পোস্তুম এলাকার তুনু মোড়লের ছেলের সাইফুল আলম (৪৩) এবং বালুগ্রামের মৃত আব্দুল কুদ্দুস জাহাঙ্গীর আলম (৪৩)। তল্লশি শেষ হলেও জঙ্গি বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান লে. কর্নেল মাহবুব

Share this content:

Related Articles

Back to top button