
এবিএনএ : লক্ষাধিক বাংলাদেশিসহ সোয়া কোটি অবৈধ অভিবাসীসহ ট্যাক্স প্রদানকারি স্বল্প আয়ের আমেরিকানদের মধ্যে মাথাপিছু ১২০০ ডলার করে সরাসরি বিতরণসহ ডিসেম্বর পর্যন্ত বেকার ভাতা প্রদান, স্টেট, সিটি, কাউন্টি প্রশাসনে স্বাস্থ্যনীতি যথাযথভাবে বাস্তবায়নের জন্যে তহবিল প্রদানের বিধিসহ ৩ ট্রিলিয়ন ডলারের করোনা রিলিফ প্যাকেজ পাশ হলো মার্কিন কংগ্রেসে।
শুক্রবার সন্ধ্যায় কেবলমাত্র ডেমক্র্যাটদের ভোটে (২০৮-১৯৯) পাশ হয় এ বিলটি। অর্থাৎ রিপাবলিকানরা ভোট দেননি এই বিলে। এর ফলে রিপাবলিকান শাসিত সিনেটে এটি পাশের সম্ভাবনা খুবই ক্ষীণ বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন।
নভেম্বরের নির্বাচনে নিজেদের ভোট ব্যাংক সুসংহত রাখার অভিপ্রায়ে ডেমক্র্যাটরা এমন বিল পাশ করলো বলে অভিযোগ রিপাবলিকানদের। অথচ করোনায় অবরুদ্ধ আমেরিকানদের নাজুক অবস্থার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে অচলাবস্থা সৃষ্টি, ৩ কোটি ৬০ লক্ষাধিক আমেরিকানের বেকার হয়ে পড়াসহ বিভিন্ন হাসপাতালে করোনা রোগী চিকিৎসার যথাযথ সামগ্রী না থাকায় এমন একটি বিধির বিশেষ প্রয়োজন ছিল বলে উল্লেখ করেছেন হাউজের স্পিকার ন্যান্সি পেলোসি।
প্রসঙ্গত, মার্কিন কংগ্রেসের ২৩১ বছরের ইতিহাসে এই প্রথম ভাচুয়াল সিস্টেমে কংগ্রেসম্যানরা ভোট দিলেন অর্থাৎ তাদেরকে ক্যাপিটল হিলে আসার প্রয়োজন হয়নি। গত কয়েকদিন ইউএস সিনেট এবং হাউজের শুনানিকালেও এমন ব্যবস্থা দেখা যায়।
গত মার্চে ২.২ ট্রিলিয়ন ডলারের করোনা রিলিফ বিল পাশের সময় অবশ্য রিপাবলিকানরাও ভোট দিয়েছিলেন। সর্বশেষ এ বিলে রিপাবলিকানরা দাবি জানিয়েছিলেন, অবৈধ অভিবাসীদের ১২০০ ডলারের বিধিটি বাদ দেয়ার জন্যে। ডেমক্র্যাটরা রাজি হননি।
বিলের পক্ষে বক্তব্য প্রদানের সময় স্পিকার উল্লেখ করেন, খ্যাতনামা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো ঋণখেলাপি হয়েছে। মার্চ থেকে গত সপ্তাহ পর্যন্ত ৩ কোটি ৬০ লাখ আমেরিকান বেকার ভাতার জন্যে আবেদন করেছেন। এসব থেকেই অনুমিত হচ্ছে কোথায় অবস্থান করছি আমরা। এমন অবস্থার অবসান ঘটাতে করোনা রিলিফসহ বিভিন্ন সেক্টরে প্রণোদনার বিকল্প নেই। সেই দায়িত্বটি এসেছে আমাদের ওপর। ইউএস সিনেটে রিপাবলিকানদের সাথে এই বিল নিয়ে দেন-দরবার চালাচ্ছেন সিনেটর চাক শ্যুমার।
Share this content: