
এবিএনএঃ এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে টানা চতুর্থবারের মত ছেলেদের পেছনে ফেলেছে মেয়েরা। ২০১৬ সাল থেকে শুরু করে টানা ছেলেদের তুলনায় ভালো করছেন মেয়েরা। এবছরও ছেলেদের থেকে ২ দশমিক ২৮ শতাংশ বেশি মেয়ে সারাদেশে পাস করেছে। সোমবার শিক্ষামন্ত্রী দীপু মনি কর্তৃক ঘোষিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এমনটা চিত্র উঠে এসেছে।
এ বছর ছেলেদের পাসের হার ৮১ দশমিক ১৩ শতাংশ। আর মেয়েদের পাসের হার ৮৩ দশমিক ২৮ শতাংশ। মেয়েদের পাসের হার বেশি ২ দশমিক ১৫ শতাংশ। গড় পাসের হার ৮২.২০ শতাংশ। এর আগে ২০১৮ সালে ছাত্রদের পাসের হার ছিল ৭৬.৭১ শতাংশ। আর ছাত্রীদের পাসের হার ৭৮.৮৫ শতাংশ। অর্থাৎ ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার ছিল ২.১৪ শতাংশ বেশি।
২০১৭ সালে ছেলেদের পাসের হার ছিল ৭৯.৯৩ শতাংশ এবং মেয়েদের ছিল ৮০.৭৮ শতাংশ। ২০১৬ সালে ছেলেদের পাসের হার ছিল ৮৮.২ শতাংশ এবং মেয়েদের ছিল ৮৮.৩৯ শতাংশ। এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার মোট ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ শিক্ষার্থী অংশ নিয়েছেন। এরমধ্যে ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন ছাত্রী এবং ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন ছাত্র। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডে ৮ লাখ ৬৬ হাজার ৯৪১ জন ছাত্র এবং ৮ লাখ ৮২ হাজার ২২৪ জন ছাত্রী পাস করেছে। মোট শিক্ষার্থী পাস করেছে ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন।
Share this content: