
এবিএনএ : কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলন আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। জেলার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজ মাঠে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বিকেলে নগরীর রামঘাটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রেলমন্ত্রী মুজিবুল হক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু এমপি, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম এমপিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিকল্পনামন্ত্রী বলেন, আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
Share this content: