
এবিএনএ : আজ শুক্রবার বায়তুল মোকাররমে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ডাকা সমাবেশকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট থেকে গ্রিক দেবীর মূর্তি সড়ানোর দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ সমাবেশের ডাক দেয়। কোনো ধরনের অপ্রীতকর ঘটনা এড়াতে এ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
বায়তুল মোকাররমের দক্ষিণ গেট হয়ে জিরোপয়েন্ট এবং পল্টন মোড় থেকে বায়তুল মোকাররম উত্তর গেট হয়ে দৈনিক বাংলা মোড় পর্যন্ত বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। তা ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। পল্টন মোড় ও জিরোপয়েন্ট এলাকায় পুলিশের সাঁজোয়া যান রাখা হয়েছে।
এ ব্যাপারে মতিঝিল থানার এসআই রোকনউদ্দিন জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
Share this content: