এবিএনএ : সরকারি দফতরগুলোতে চালু হলেও আদালতের রায় লেখার ক্ষেত্রে বাংলা উপেক্ষিত থাকায় দুঃখ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেছেন, ‘আমি খুবই দুঃখিত এবং প্রধান বিচারপতি হিসেবে এটা আমার অপারগতা, এটা আমি স্বীকার করি।’
তবে অবস্থার পরিবর্তন ঘটিয়ে বাংলায় রায় লেখা চালু করতে প্রচেষ্টা চলছে বলেও জানান তিনি। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি।
তিনি বলেন, হাইকোর্ট বিভাগের কয়েকজন বিচারক খুব সুন্দরভাবে বাংলায় রায় লিখছেন। এটা অন্যদের জন্য অনুসরণীয় হতে পারে। আপিল বিভাগেও আমরা এটি বাস্তবায়নের চেষ্টা করছি। প্রযুক্তির এই যুগে যদি কোনো ডিভাইস আসে যার মাধ্যমে আদালতে ঘোষণা করা রায় বাংলায় রূপান্তর হয়ে যাবে, তাহলে অনায়াসে বাংলা ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।
একুশে ফেব্রুয়ারিকে শোকের দিন উল্লেখ করে এসকে সিনহা বলেন, আজকের দিন আমাদের জন্য শোকের। ১৯৫২ সালের এই দিনে আমরা বাংলা ভাষা পেয়েছি আমাদের ভাইদের রক্তের বিনিময়ে।
এ সময় অন্য বিচারপতি সহ উচ্চ আদালতের কর্মকর্তারাও তার সঙ্গে ছিলেন। ফুল দেয়ার পর দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ নীরবতা পালন করেন তারা।