আন্তর্জাতিকলিড নিউজ
জিম্বাবুয়ে সংকট সেনাপ্রধানের সঙ্গে মুখোমুখি হচ্ছেন মুগাবে

এবিএনএ : জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে রবিবার দেশটির সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বলে জানা গেছে। দেশটি বর্তমানে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
ক্যাথলিক ধর্মযাজক ফাদার ফিদেলিস মুকোনরির উদ্ধৃতি দিয় জেডবিসি সম্প্রচার কেন্দ্র বলছে, প্রেসিডেন্ট রবার্ট মুগাবে সেনাপ্রধানের সঙ্গে রবিবার বৈঠকে করবেন। উল্লেখ্য বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মযাজক ফাদার ফিদেলিস মুকোনরি।

জিম্বাবুয়েতে গত কয়েকদিন ধরেই ৯৩ বছর বয়সী প্রেসিডেন্ট ও সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা চলছিল। গত মঙ্গলবার রাজধানী হারারের কাছাকাছি সাঁজোয়া যানের উপস্থিতি দেখে ব্যাপক আশঙ্কা তৈরি হয়। মুগাবের অবস্থান এবং ব্রিটেনের কাছ থেকে ১৯৮০ সালে স্বাধীনতা পাওয়া দেশটির ক্ষমতা এখন কার হাতে এসব নিয়ে প্রশ্ন দেখা দেয়।

সম্প্রতি দেশটির সেনাপ্রধান জেনারেল কন্সটানটিনো চিওয়েঙ্গা ভাইস প্রেসিডেন্ট এমারসন মানাগাওয়াসহ দলের সিনিয়র নেতাদের বহিষ্কার করার বিষয়টি বন্ধের জন্যে মুগাবের প্রতি দাবি জানান। এরপরই মুগাবে’র দল সেনা প্রধানের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ করেন। এর সপ্তাহখানেক আগে মুগাবে ভাইস প্রেসিডেন্ট এমারসন মানাগাওয়াকে বরখাস্ত করেন।
Share this content: