এবিএনএ : সদ্যনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন নাগরিকদের পরিবর্তে এইচ-ওয়ান বি ভিসার অধিকারী ভারতীয়সহ বিদেশি শ্রমিকদের সেদেশে কাজের অনুমতি দেবেন না বলে জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে সমর্থকদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।
বিখ্যাত ডিজনি ওয়ার্ল্ড ও অন্য মার্কিন কোম্পানিগুলোর নাম উল্লেখ করে মার্কিন এই ধনকুবের বলেন, `প্রত্যেক মার্কিন নাগরিকের নিরাপত্তার জন্য লড়াই অব্যাহত থাকবে। নির্বাচনী প্রচারণার সময় চাকরি থেকে ছাঁটাই হওয়া অনেক মার্কিন নাগরিকের সঙ্গে কথা হয়েছে; তাদের সঙ্গে দীর্ঘসময় কাটিয়েছি।`
তিনি বলেন, ছাঁটাই হওয়া এসব মার্কিনিরা বলছেন, বিভিন্ন কোম্পানি তাদের জায়গায় বিদেশি শ্রমিক এনেছে। তাদের প্রশিক্ষণ দিতে বাধ্য করা হয়েছে। এতে রাজি না হলে প্রাপ্য মজুরি দেয়া হবে না বলে হুমকিও পেয়েছেন মার্কিনিরা।
সম্প্রতি অরল্যান্ডোর ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ডের বিরুদ্ধে মামলা করেছেন লিও পেরেরো এবং ডেনা মুর নামের দুই তথ্য প্রযুক্তিকর্মী। তাদের অভিযোগ, গত বছরের জানুয়ারিতে ষড়যন্ত্র করে তাদেরকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। পরে স্বল্প পারিশ্রমিকে এইচ-ওয়ান বি ভিসার মাধ্যমে ভারতীয় এবং অন্যান্য দেশের শ্রমিক নিয়োগ করছে মার্কিন কোম্পানিগুলো।
মামলায় এইচসিএল এবং কগনিজ্যান্টের মতো কোম্পানির বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। এর আগে, গত নভেম্বরে নির্বাচনী প্রচারণার সময় ভারতসহ অন্য দেশের কর্মীদের বিরুদ্ধে মার্কিন নাগরিকদের কাজ হাতিয়ে নেয়ার অভিযোগ করেন ট্রাম্প। ক্ষমতায় এলে কড়া ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। এবার সেই হুঁশিয়ারির প্রতিশ্রুতিই স্মরণ করিয়ে দিলেন ট্রাম্প।