আন্তর্জাতিক
এইচএফসি গ্যাসের ব্যবহার কমাতে সম্মত ১৫০ দেশ

এবিএনএ : বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী হাইড্রোফ্লোরোকার্বনস (এইচএফসি) গ্যাস নিঃসরণ কমাতে সম্মত হয়েছে ১৫০টিরও বেশি দেশ।
এইচএফসি গ্যাস মূলত রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ও অ্যারোসল স্প্রেতে বেশি ব্যবহার করা হয়।
পূর্ব আফ্রিকান দেশ রুয়ান্ডায় জলবায়ু বিষয়ক এক সম্মেলনে মন্ট্রিল প্রটোকলের একটি জটিল সংশোধনী গ্রহণ করা হয়। এতে বলা হয়, ২০১৯ সাল থেকে ধনী দেশগুলো এইচএফসি গ্যাস নিঃসরণ কমিয়ে আনবে। তবে সমালোচকরা বলছেন, এই আপোসের বিষয়টিতে যতটা আশা করা হচ্ছে ততটা পূরণ হবে না।
চুক্তির বিষয়ে সম্মত হওয়ার বিষয়টিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি পৃথিবীর জন্য একটি গুরুত্বপূর্ণ জয় বলে মনে করছেন।
চুক্তিতে ভিন্ন ভিন্ন দেশ তিনভাবে এইচএফসি গ্যাস ব্যবহার কমাবে। ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য উন্নত অর্থনীতির দেশ কয়েক বছরের মধ্যে এইচএফসি গ্যাস ব্যবহার কমিয়ে আনবে। আর ২০১৯ সালের মধ্যে অন্তত ১০ শতাংশ কমিয়ে আনবে।
চীন, ল্যাটিন আমেরিকা ও দ্বীপরাষ্ট্রগুলোর মতো উন্নয়নশীল দেশগুলো ২০১৪ সালের মধ্যে বন্ধ করে দেবে। পরে ধীরে ধীরে তারা ব্যবহার কমিয়ে আনবে। অন্যান্য উন্নয়নশীল দেশ বিশেষ করে ভারত, পাকিস্তান, ইরান, ইরাক ও উপসাগরীয় দেশগুলো ২০১৮ সালের আগে তাদের ব্যবহার বন্ধ করবে না।
এইচএফসি গ্যাস উৎপাদনে বিশ্বের বৃহত্তম দেশ চীন ২০১৯ সালের আগে প্রকৃতপক্ষে তাদের উত্পাদন বা ব্যবহার বন্ধ করবে না। অন্যদিকে ভারত ২০৩২ সাল থেকে এইচএফসি গ্যাস ব্যবহার ১০ শতাংশ কমাবে।
Share this content: