আইন ও আদালতলিড নিউজ

‘প্রতারক’ সাহেদের বিরুদ্ধে চার্জ গঠন ২৭ আগস্ট

এবিএনএ : অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলায় করোনা টেস্ট প্রতারণার মূলহোতা রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে দেয়া অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। ২৭ আগস্ট এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে। বুধবার ঢাকার ১ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েস এই অভিযোগপত্র আমলে নেন। পরে অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক করেন।

আজ সাহেদকে আদালতে হাজির করা হয়। সাহেদের পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করেন। সাহেদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ নাজমুল হোসেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন তাপস কুমার পাল। তিনি বলেন, অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলায় সাহেদের বিরুদ্ধে দেয়া অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। ২৭ আগস্ট অভিযোগ গঠনের শুনানির তারিখ ঠিক করেছেন আদালত। ৩০ জুলাই ঢাকার উত্তরা পশ্চিম থানায় করা অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলায় সাহেদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

করোনা টেস্টের নামে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠায় ৭ জুলাই উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালান র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। হাসপাতাল থেকে করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট জব্দ করা হয়। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করে। মামলার পর গত ১৫ জুলাই সাহেদকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করে র‍্যাব। সাহেদের বিরুদ্ধে ঢাকাসহ সারাদেশে ৫০ টির বেশি মামলা রয়েছে। বেশিরভাগই প্রতারণার অভিযোগে করা মামলা।

Share this content:

Back to top button