এবিএনএ : নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে আগামী ১৮ ডিসেম্বর বিএনপিকে আলোচনার জন্য ডেকেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।
সোমবার রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন, ওই দিন বিকাল সাড়ে ৪টায় বিএনপির সঙ্গে সংলাপের সূচি ঠিক করা হয়েছে।
একই ইস্যুতে আগামী ২০ ডিসেম্বর সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি, ২১ ডিসেম্বর লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও কৃষক-শ্রমিক জনতা লীগ এবং ২২ ডিসেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সঙ্গে বৈঠক করবেন রাষ্ট্রপতি। পর্যায়ক্রমে অন্যান্য নিবন্ধিত রাজনৈতিক দলকেও আমন্ত্রণ জানানো হবে বলেও জানান জয়নাল আবেদীন।