এ বি এন এ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার মা’ই ছিলেন বাবার সবচেয়ে বড় প্রেরণা। মা একটি টাকাও খরচ করতেন না। জমিয়ে জমিয়ে বাবার কাছে দিতেন। আর বাবা সেই টাকা মানুষের কল্যাণে কাজে লাগাতেন।’ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব নেপথ্যে থেকে বাঙালির মুক্তি সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনুপ্রেরণা ও সাহস জুগিয়েছেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সোমবার সকালে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘মানুষ মন্ত্রিত্বের জন্য দল ছাড়ে, আমার বাবা দলের জন্য মন্ত্রিত্ব ছেড়েছিলেন। মা কোনোদিন এ নিয়ে অনুযোগ করেননি। বরং বাবাকে সব সময় সমর্থন ও উৎসাহ জুগিয়েছেন।’ আগস্টকে শোকের মাস উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এ মাসেই আমার ছোট ভাই শেখ রাসেলও জন্মগ্রহণ করেছিল। আবার এই মাসেই আমার পরিবারের সদস্যদের ঘাতকরা নির্মমভাবে হত্যা করে।’ শেখ হাসিনা বলেন, ‘বাবা অধিকাংশ সময় জেলে থাকতেন আর আন্দোলন-সংগ্রামে নেতাকর্মী ও ছাত্রদের পরামর্শ-নির্দেশনা দিতেন মা। রাজনৈতিকভাবে অনেক সচেতন ছিলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গমাতাই বোধ হয় সবচেয়ে আগে জানতেন, এই দেশ একদিন স্বাধীন হবে। এজন্য তিনি কোনোদিন করাচিতে যাননি, যেতেও চাননি। এমনকি ভুট্টো ক্ষমতা থেকে বিতাড়িত হয়ে বাবার কাছে এলে মা তার সঙ্গে দেখাও করেননি। মা বলেছিলেন, ওদের সঙ্গে থাকবো না, দেখা করবো কেন?’ – See more at: http://www.bd-pratidin.com/national/2016/08/08/162051#sthash.ZXdsK5gd.dpuf