জাতীয়বাংলাদেশলিড নিউজ

আগুনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

এবিএনএ : রাজধানীর ফার্মগেটে গ্রিন সুপার মার্কেটের পেছনে আমবাগান এলাকায় আগুনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আশ্বাস দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা ৩০ থেকে ৩৫ বছর ধরে বসবাস করছেন। তাদের খাওয়া- দাওয়া থেকে শুরু করে পুনর্বাসন পযর্ন্ত যা যা প্রয়োজন করা হবে। তবে ধৈর্য্য ধরতে হবে। এসময় তিনি ফায়ার সার্ভিস কর্মকর্তাদের এ অগ্নিকাণ্ডের কারণ তদন্তের নির্দেশ দেন।

Share this content:

Back to top button