আন্তর্জাতিক
সিরিয়ায় সিরিজ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০০

এ বি এন এ : সিরিয়ার লাতাকিয়া প্রদেশে একাধিক আত্মঘাতী হামলায় কমপক্ষে ১০০ জন নিহত হয়েছে। সরকার নিয়ন্ত্রিত তারতাউস এবং জাবলেহ শহরের সাতটি এলাকায় এই বিস্ফোরণগুলি প্রায় একই সময়ে ঘটেছে।
জাবলেহ শহরের একটি হাসপাতালও হামলার শিকার হয়েছে বলে জানা যাচ্ছে। জঙ্গি সংগঠন আইএসের সমর্থক একটি বার্তা সংস্থা এই হামলাগুলোর দায়িত্ব স্বীকার করেছে। উল্লেখ্য, সিরিয়ার ক্ষমতাসীন আসাদ সরকারের সাহায্যকারী রাশিয়া এই লাটাকিয়া অঞ্চলে ঘাঁটি গেড়েছে। তারতাউস বন্দরে রাশিয়ার একটি নৌঘাঁটি রয়েছে এবং জাবলেহ-তে রয়েছে একটি বিমান ঘাঁটি।
আসাদ সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে থাকা এসব এলাকায় এত বড় ধরণের হামলা খুব বিরল। রাষ্ট্রীয় মালিকানাধীন সিরিয়ান টিভি জানিয়েছে, একজন আত্মঘাতী পায়ে হেটে এবং আরেকজন গাড়িতে করে বাস স্টেশনে হামলা জানিয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, জাবলেহ এর একটি বাস স্টেশনে রকেট হামলা চালানো হয়।
Share this content: