আমেরিকা

‘সাবেক সেনাদের চেয়ে ভালো সেবা পায় অবৈধ অভিবাসীরা’

এ বি এন এ : যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাবেক সদস্যদের চেয়ে অবৈধ অভিবাসীরা ভাল সেবা পায় এমন মন্তব্য করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ অবস্থা আর  চলতে দেয়া যায় না।
রবিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ২৯তম বার্ষিক ‘রোলিং থান্ডার’ বাইকার (মোটরসাইকেল চালক) সমাবেশে ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেন। প্রতিবছর ৩০ মে মার্কিন সামরিক বাহিনীর নিহতদের স্মরণ করা হয়। একই দিন বাইকাররা বন্দি ও নিখোঁজ মার্কিন সেনাদের স্মরণে সমাবেশ করেন। বাইকারদের অনেকেই সাবেক সেনা সদস্য।
সাবেক সেনাদের চেয়ে অবৈধ অভিবাসীরা ভালো সেবা পাচ্ছে। এমন কথার পক্ষে ডোনাল্ড ট্রাম্প কোনো প্রমাণ বা উদাহরণ দেননি। অবশ্য সমবেত বাইকারদের অনেকেই ট্রাম্পকে সমর্থন দেন।
ডোনাল্ড ট্রাম্প নিজে কখনো সামরিক বাহিনীতে না থাকলেও মার্কিন সাবেক সেনাদের সম্মান দেখানোর মাধ্যমে নিজের ভাঙা ভাবমূর্তি রক্ষা করতে চাইছেন তিনি। মার্কিন সাবেক সেনাদের জন্য সমাবেশ ও তহবিল সংগ্রহের আয়োজনও করছেন ট্রাম্প। বিভিন্ন সমালোচনা থাকলেও এরই মধ্যে রিপাবলিকান দল থেকে মনোনয়ন প্রায় নিশ্চিত করেছেন ট্রাম্প। আগামী ৭ জুন অনুষ্ঠেয় ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের প্রাইমারিতে তার মূল লক্ষ্য রিপাবলিকান ডেলিগেটদের খুশি করা।

Share this content:

Back to top button