আমেরিকা

সাংবাদিকদের নৈশভোজে যাবেন না ট্রাম্প

এবিএনএ : মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে বেশ কয়েকটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ঢুকতে না দেওয়া নিয়ে তুমুল আলোচনা-সমালোচনার মাঝেই ডোনাল্ড ট্রাম্প জানালেন, এ বছর তিনি হোয়াইট হাউসের সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের বার্ষিক নৈশভোজে যোগ দেবেন না।

রোববার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কয়েকটি গণমাধ্যমের সঙ্গে ট্রাম্পের হোয়াইট হাউসের সম্পর্ক যখন ক্রমশই খারাপের দিকে যাচ্ছে, তখনই নতুন এ ঘোষণা দিলেন ট্রাম্প। শুক্রবার বিবিসি, সিএনএন এবং নিউইয়র্ক টাইমসসহ কয়েকটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসারের সংবাদ সম্মেলনে ঢুকতে দেওয়া হয়নি। এরপর এবার ট্রাম্প সাংবাদিকদের বার্ষিক নৈশভোজ বর্জনের ঘোষণা দিলেন। প্রায় শত বছর ধরে সাংবাদিকদের অ্যাসোসিয়েশন এপ্রিল মাসে ওই অনুষ্ঠানের আয়োজন করে আসছে- যেখানে রাষ্ট্রের প্রধানরা যোগ দেন এবং হালকা মেজাজে কথাবার্তা বলে থাকেন। এদিকে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের মুখপাত্রের প্রেস ব্রিফিং থেকে সাংবাদিকদের বাদ দেয়ার এই ঘটনা উদ্বেগ তৈরি করেছে। প্রেসিডেন্টর মুখপাত্র বলছেন, হোয়াইট হাউস মিথ্যে খবর ছড়ানো চলতে দিতে পারে না। সেজন্য এই সিদ্ধান্ত।

অন্যদিকে হোয়াইট হাউসের এই পদক্ষেপের প্রতিবাদে কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকরা সংবাদ সম্মেলন বর্জন করেন। নিউইয়র্ক টাইমস এবং সিএনএন এই সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করে মার্কিন সংবিধানে সংবাদপত্রের স্বাধীনতার কথা সরকার মনে করিয়ে দিয়েছে। হোয়াইট হাউস সংবাদদাতাদের সংগঠন ‘হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস এসোসিয়েশনের প্রেসিডেন্ট জেফ মেসন এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সিএনএন এবং নিউইয়র্ক টাইমসের ওপর হোয়াইট হাউস ক্ষুব্ধ বলেই তাদের সেখানে ঢুকতে না দেওয়ার কারণ কি-না— সংবাদ সম্মেলনে ট্রাম্পের প্রেস সেক্রেটারি শন স্পাইসারকে এই প্রশ্ন করা হলে তিনি তা অস্বীকার করেন।

Share this content:

Related Articles

Back to top button