বাংলাদেশরাজনীতিলিড নিউজ

সকল মান অভিমান ভুলে নৌকা মার্কা বিজয়ী করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করুন -কর্মীসভায় এ্যাড লীটন

এবিএনএ: বগুড়া জেলা পরিষদের সদস্য ও সুপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবী এ্যাড মিনহাদুজ্জামান লীটন বলেছেন, যারা এলাকার উন্নয়ন করে, অভাবী মানুষের মুখে হাসি ফুটে তোলে, বিনা টাকায় চাকুরীর ব্যবস্থা করে তারা যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে মনি কোঠায় স্থান দখল করে নেয়। আর সে ক্ষেত্রে আব্দুল মান্নান উল্লেখযোগ্য সংসদ সদস্য হিসেবে সোনাতলা-সারিয়াকান্দি বাসীর মনি কোঠায় স্থান দখল করে নিয়েছেন। তিনি বলেন, নিজেদের মধে মান অভিমান থাকতেই পারে কিন্তু নৌকা মার্কার সাথে কারও মান অভিমান নেই। তাই নিজেদের মধ্যে সকল মান অভিমান ভুলে আগামী ২৩ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা বিজয়ী করতে কাজ করুন।
তিনি শনিবার উপজেলার জোড়গাছা ইউনিয়নের সোনাকানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মহিলা আওয়ামীলীগের কর্মীসভা ও দিগদাইড় ইউনিয়নের সৈয়দ আহম্মদ কলেজ স্টেশন আওয়ামীলীগের আঞ্চলিক কার্যালয়ে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
তিনি আরও বলেন, আব্দুল মান্নান একজন কর্মবীর মানুষ। তিনি কাজের মাধ্যমে যুগযুগ বেঁচে থাকতে চান। ইতিমধ্যেই তিনি বিগত প্রায় ১০ বছরে ওই দুটি উপজেলায় রাক্ষুসী যমুনা নদীর ভাঙনরোধ, রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করে দিয়ে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করেছে।
সোনাতকানিয়ায় মহিলা আওয়ামীলীগের কর্মীসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জোড়গাছা ইউপি চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মমিন মাষ্টার, আওয়ামীলীগ নেতা আজিমুল, মহিলালীগ নেত্রী জান্নাতুল ফেরদৌসী রুম্পা, কোহেলী, সাথি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জুয়েল, সেচ্ছাসেবকলীগ নেতা শিপলু, যুবলীগ নেতা আইনুল হক জিয়া প্রমুখ।
সৈয়দ আহম্মদ কলেজ স্টেশন আওয়ামীলীগের আঞ্চলিক কার্যালয়ে কর্মীসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার মেজবাউল হক জুলু, নূরে আলম বাবলু মাষ্টার, তবিবর রহমান মাষ্টার, হেলাল সরকার,  যুবলীগ নেতা সোহেল, পলাশ, সেচ্ছাসেবকলীগ নেতা আমিন প্রমুখ।

Share this content:

Back to top button