
এবিএনএ : নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটি দেশের চার বিশিষ্ট নাগরিকের সঙ্গে মতবিনিময় করেছে।
সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বুধবার সকাল ১১টা থেকে প্রায় দুই ঘণ্টা এ বৈঠক হয়। বৈঠকে বিশিষ্ট নাগরিকদের মধ্যে ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ও ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। বৈঠক শেষে আবু হেনা বলেন, ‘দেশের স্বার্থে ইসি গঠনে সার্চ কমিটিকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা পালনে তারা সক্ষম হবে। সব ভয়-ভীতি হুমকির ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করবেন এমন ব্যক্তিবর্গ নিয়ে ইসি গঠনের প্রস্তাব করবে সার্চ কমিটি।’ সমকাল সম্পাদক গোলাম সারওয়ার বলেন, ‘যোগ্য সার্চ কমিটি হয়েছে। আশা করি তারা রাষ্ট্রপতির কাছে যোগ্য নামটি পাঠাবে। সার্চ কমিটিকে সৎ, যোগ্য ও সাহসী লোকের নাম পাঠানোর বিষয়ে মত দিয়েছি।’ তিনি বলেন, ‘নির্বাচনি বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। শুধু আইন করলে হবে না, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সহায়ক বিধি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে।’
ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, ‘নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে সরকারি দল যাতে কোনো হস্তক্ষেপ না করে।’ তিনি বলেন, ‘আগের ইসির সঙ্গে এবারের ইসির কাজের সুস্পষ্ট পার্থক্য আছে। কারণ এর আগে ইসি যেসব গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করেছে তার সবই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে। এবার রাজনৈতিক সরকারের মধ্যে অধীনে থেকেই কাজটি করতে হবে। ফলে এটা তাদের জন্য চ্যালেঞ্জিং। সার্চ কমিটি যাদের নাম চূড়ান্ত করবেন তারা দায়িত্ব পাওয়ার পর যদি আশানুরূপ আচরণ না করতে পারেন তাহলে সার্চ কমিটিকে দায়ী করা সমীচীন হবে না।’ ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, ‘আগামী নির্বাচনের ওপর নির্ভর করবে দেশের গণতান্ত্রিক পরিবেশ কেমন হবে। ফলে নির্বাচন কমিশনে যোগ্য, সৎ ও সাহসী লোক নিয়োগ করতে হবে। যে ২০ জনের নাম বাছাই করা হয়েছে সেই তালিকা প্রকাশ করা দরকার। শুধু সুপারিশ থাকলে হবে না একটি ভিশনও থাকা উচিত।’
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবদুল ওয়াদুদ ভুইয়া, ‘সময়োপযোগী ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নিয়ে ইসি গঠন করার পরামর্শ দিয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা। সার্চ কমিটির সদস্যরা তাদের পরামর্শ গুরুত্ব সহকারে তাদের কথা শুনেছে।’ এরআগে সোমবার সার্চ কমিটি ১২ বিশিষ্ট নাগরিকের সঙ্গে মতবিনিময় করে। গত শনিবার সকালে অনুষ্ঠিত সার্চ কমিটির প্রথম বৈঠকে তাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেয় সার্চ কমিটি। এছাড়া ওই বৈঠকে নতুন নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তিদের খুঁজে বের করতে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঁচটি করে নাম চাওয়ার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব বরাবর ২৭টি রাজনৈতিক দল নাম জমা দেয়। মঙ্গলবার বিকেল চারটার দিকে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে নামগুলো সার্চ কমিটিকে দেওয়া হয়। দুটি দল নাম না দিলেও চিঠি দিয়ে নাম না দেওয়ার কারণ ব্যাখ্যা করে। রাজনৈতিক দলগুলোর পাঠানো নাম থেকে সততা, কর্মদক্ষতা, যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে ২০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে সার্চ কমিটি। আরও যাচাই-বাছাইয়ের পর ৮ ফেব্রুয়ারির মধ্যে ১০ জনের নাম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে জমা দেওয়া হবে। রাজনৈতিক দলগুলো সার্চ কমিটির কাছে ১২৫টি নাম জমা দেয়।
Share this content: