
এ বি এন এ : রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ। আটকরা হলেন রাকিব (২৭), নূরুজ্জামান (৩২)। শনিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার পুলিশের উপকমিশনর (ডিসি) মারুফ হোসেন সরদার। ডিবি সূত্র জানায়, শুক্রবার দিবাগত মধ্যরাতে যাত্রাবাড়ি এলাকার ধুনিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ট্রাকে তল্লাশি চালিয়ে ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ইয়াবাবহনকারী রাকিব ও নূরুজ্জামান নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে যাত্রাবাড়ী থানায়া এ সংক্রান্তে একটি মামলা দায়ের করা হয় বলেও ডিবি সূত্রে জানানো হয়।
Share this content: