আন্তর্জাতিকলিড নিউজ

মহড়ায় ক্ষেপণাস্ত্র চালিয়েছেন পুতিন নিজেই

এবিএনএ : আন্তর্জাতিক মহলকে উত্তপ্ত করে ধারাবাহিকভাবে শক্তি প্রদর্শনে ব্যস্ত বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। তারই জের ধরে কৌশলগত পারমাণবিক সক্ষমতা পরীক্ষার অংশ হিসেবে সম্প্রতি সামরিক মহড়া চালিয়েছে রাশিয়া। জানা গেছে, এই মহড়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই চারটি ক্ষেপণাস্ত্র চালিয়েছেন। রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের বরাত দিয়ে শুক্রবার এ খবর দিয়েছে ব্লুমবার্গ।

প্রতিবেদনে আরও বলা হয়, মহড়ায় ক্ষেপণাস্ত্র ছাড়াও রাশিয়ার কৌশলগত পারমাণবিক বোমা এবং সাবমেরিন নিয়েও কথা বলেন পুতিন। এ ব্যাপারে শুক্রবার সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এটি রাশিয়ার নিয়মিত মহড়া। এর সঙ্গে বিদ্যমান আন্তর্জাতিক পরিস্থিতির কোনও সম্পর্ক নেই।

এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মহড়ায় ক্রুজ মিসাইল, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। প্রশান্ত মহাসাগর ও আর্কটিক সাগরে থাকা রুশ পারমাণবিক সাবমেরিন থেকে দুটি রকেট নিক্ষেপ করা হয়। নিক্ষেপকৃত সবগুলো মিসাইল সফলভাবে লক্ষ্যবস্তুতে পৌঁছায়। এছাড়া কয়েকটি যুদ্ধবিমানেরও পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। রাশিয়ার বিভিন্ন স্থান থেকে এসব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়।

Share this content:

Related Articles

Back to top button