আন্তর্জাতিকলিড নিউজ

মহাকাশে শারীরিক সম্পর্ক করে ইতিহাস গড়তে চান দুই নারী

এবিএনএ: স্বপ্নের খিচুড়িতে ঘি ঢালায় কার্পণ্য করা উচিত নয়। মহাজনের এই কথা প্রবাদের স্তরে পৌঁছে গেছে। কিন্তু আকাশছোঁয়া স্বপ্ন দেখে, সেই স্বপ্ন সত্যি করার তোড়জোড় শুরু করতে পারেন এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। যেমন অ্যাডেলি আর রবি। সমকামী এই দম্পতি এমন এক স্বপ্ন দেখছেন, যা শুনলে অনেকেই আঁতকে উঠবেন।কিন্তু স্বপ্ন সত্যি করার পথে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তারা।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্য ডেইলি স্টার জানিয়েছে, অ্যাডেলি ও রবির স্বপ্ন মহাকাশে গিয়ে যৌনতার। আর সেই লক্ষ্যেই পথ চলা শুরু করে দিয়েছেন তারা। পেশায় ক্যাম মডেল দম্পতি মহাকাশ ভ্রমণের খরচ তোলার জন্য কোমর বেঁধে নেমে পড়েছেন। তাদের ইচ্ছের কথা শুনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ভক্তরা। ইতিমধ্যেই উঠে গেছে ২০ হাজার ডলার। তাদের লক্ষ্য ২০২৬ সালে ‘স্পেস এক্স’ যে যাত্রীবোঝাই মহাকাশযান পাঠাবে, তাতে সওয়ার হওয়া।

নাসা বলছে, অ্যাডেলি ও রবি মহাকাশে পৌঁছতে পারলে তারাই হবেন প্রথম দম্পতি, যারা মহাকাশে যৌনতায় লিপ্ত হবেন। কিন্তু কেন এমন ইচ্ছে? জবাবে অ্যাডেলি জানিয়েছেন, এখনও পর্যন্ত মহাকাশে যৌনতায় লিপ্ত হওয়ার ইতিহাস নেই। তাই তারা ইতিহাসের অংশ হতে চান।

Share this content:

Related Articles

Back to top button