আন্তর্জাতিক

ব্লু হাউজ ছাড়লেন অভিশংসিত দ.কোরীয় প্রেসিডেন্ট পার্ক

এবিএনএ : দ. কোরিয়া পার্লামেন্টে অভিশংসিত হওয়ার সিদ্ধান্ত আদালত বহাল রাখার দুই দিন পরে প্রেসিডেন্ট প্রাসাদ ব্লু হাউস ত্যাগ করলেন পার্ক গিউন হাই। ঘনিষ্ঠ বন্ধু চোই সুন-সিলের সঙ্গে দুর্নীতি সংশ্লিষ্ট অভিযোগে অভিশংসিত হন দ. কোরিয়া প্রেসিডেন্ট।
পার্কের বিরুদ্ধে অভিযোগ তিনি তার বন্ধু চোইকে রাজনৈতিক সুবিধার বিনিময়ে কোম্পানিগুলোতে চাঁদাবাজি করার সুযোগ দিয়েছেন। আদালতের রুলিংয়ের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি পার্ক, সিউলে পারিবারিক বাসস্থানে ফেরত গেছেন তিনি। শনিবার পার্কের বিরোধীরা তাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে, বিক্ষোভ করেছে তার সমর্থকরাও। প্রেসিডেন্ট হিসেবে অভিশংসিত হওয়ার পরে এখন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত করা সম্ভব হবে।
পার্ক স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ব্লু হাউজখ্যাত প্রেসিডেন্ট প্রাসাদ ত্যাগ করেন। যাওয়ার আগে প্রেসিডেন্ট প্রাসাদের সব স্টাফদের বিদায় বলেন। বিশাল গাড়িবহরে করে তিনি স্যামসিওং স্ট্রিটে অবস্থিত নিজের বাড়িতে যান। সেখানে তার জন্য হাজারো সমর্থক অপেক্ষা করছিল, নিরাপত্তার দায়িত্বে ছিল ১ হাজার পুলিশ।

Share this content:

Related Articles

Back to top button