বিনোদনলিড নিউজ

বিমান বিধ্বস্ত হয়ে স্ত্রীসহ টারজানের মৃত্যু

এবিএনএ : যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নাশভিলে শহরের একটি লেকে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন টারজান খ্যাত অভিনেতা জো লারা ও তার স্ত্রী গোয়েন শাম্বলিন লারাসহ সাতজন। গত শনিবার স্থানীয় সময় বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুর সময় এই অভিনেতার বয়স হয়েছিল ৫৮ বছর। তার মৃত্যুর খবরে হলিউডে বিষাদের ছায়া নেমেছে। তার ভক্তরাও প্রিয় তারকার মৃত্যুতে শোক প্রকাশ করছেন।

সিএনএন জানিয়েছে, ফেডারেল এভিয়েশন প্রশাসন নিশ্চিত করেছে বিমানটিতে সাত জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে কেউ বেঁচে নেই।উদ্ধারকারী গ্রুপ রাদারফোর্ড কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ (আরসিএফআর) জানায়, ছোট এই বাণিজ্যিক জেট বিমানটি টেনেসির স্মায়ারনা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। বিমানটি নাশভিলের ১৯ কিলোমিটার দক্ষিণে পার্সি প্রাইস্ট লেকে গিয়ে পড়ে।

উল্লেখ্য, দুর্ঘটনায় নিহত জো লারা ১৯৮৯ সালের টিভি সিনেমা ‘টারজান ম্যানহাটন’ এ অভিনয় করেন। এরপর তিনি টিভি সিরিজ ‘টারজান : দ্য এপিক অ্যাডভেঞ্চার্স’-এ অভিনয় করে বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা পান।

Share this content:

Related Articles

Back to top button