
এবিএনএ : আগামীকাল ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে ও রাণী এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এ নিয়ে সেদেশে বহু জায়গায় ট্রাম্প বিরোধী মিছিলের ডাক দিয়েছে বিক্ষোভকারীরা। যুক্তরাষ্ট্র দূতাবাস ইতিমধ্যে ব্রিটেনে তার দেশের নাগরিকদের তিন দিনের সতর্কতা জারি করেছে। তবে এ নিয়ে বিন্দুমাত্র মাথাব্যথা নেই যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্পের। তিনি বলেন, এটা কোন ব্যাপার না আমার কাছে। আমি মনে করছি তারপরও বিক্ষোভকারীরা আমায় অনেক পছন্দ করবে। তিনি আরও বলেন, অনেক রোমাঞ্চকর একটা জায়গা পরিদর্শন করতে যাচ্ছি।
Share this content: