বিক্ষোভ নয়, দাঙ্গা বেঁধেছে আমেরিকায়

এবিএনএ : দুই লাখ ভোট কম পেয়েও ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়াটা হাজার হাজার আমেরিকান নাগরিক এখনো মেনে নিতে পারছেন না। ফলাফল ঘোষণার পর দুই দিন হয়ে গেছে। এখনো বিক্ষোভ চলছে আমেরিকায়। দেশটির অধিকাংশ অঙ্গরাজ্যেই এই অবস্থা। তবে এটিকে বিক্ষোভ বলে মানতে নারাজ দেশটির অরেগন অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর পোর্টল্যান্ডের পুলিশ কর্মকর্তারা। এ পর্যন্ত ২৬ জনকে গ্রেফতার করেছে পোর্টল্যান্ড পুলিশ। টুইটারে পোর্টল্যান্ড পুলিশ জানায়, বিক্ষোভ দাঙ্গায় রূপ নিয়েছে। রাজপথে অবস্থানকারীদের আচরণ সহিংস ও বিপজ্জনক হয়ে ওঠেছে। সরে যেতে বলায় বিক্ষোভকারীরা পুলিশের ওপর আক্রমণ চালিয়েছে এবং গাড়ি ভাংচুর করেছে। ট্রাম্প বিজয়ী ঘোষিত হওয়ার পর থেকে দিন-রাত বিক্ষোভ চালিয়ে যাচ্ছে হাজার হাজার মার্কিনী। প্রথমে কর্তৃপক্ষ জানিয়েছিল, বিক্ষোভকারীদের বিরুদ্ধে তারা কোনো ব্যবস্থা নেবে না। তবে এখন বিক্ষোভকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা চলছে। প্রথমে এ বিক্ষোভ নিয়ে নীরব তাকলেও শুক্রবার সকালে ট্রাম্প এসব বিক্ষোভকারীদের ‘প্রফেশনাল’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, গণমাধ্যমের উষ্কানিতেই এ বিক্ষোভ হচ্ছে।
Share this content: