আমেরিকালিড নিউজ

ফ্লোরিডায় বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

এবিএনএ : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উদযাপন করেছে ফ্লোরিডা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র সফররত সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরসহ ফ্লোরিডা আওয়ামী লীগ, ফ্লোরিডা আওয়ামী মহিলা লীগ, ফ্লোরিডা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ।
ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ রামাদা হোটেলের বলরুমে স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা এক মিনিটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উপলক্ষে কেক কাটেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে তিনি জানান, আগামী ২২ মার্চ বৃহস্পতিবার বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশে উন্নীত হচ্ছে। দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য সরকার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে দলের নেতা-কর্মীরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শুভ শুভ শুভ দিন, বঙ্গবন্ধুর জন্মদিন ইত্যাদি স্লোগান দেন।

Share this content:

Back to top button