বিনোদন

‘পর্নো ছবিতে কাজ করতেও আপত্তি নেই আমার’

এবিএনএ : ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে বিতর্কে জড়িয়েছিলেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে। এরপর বলিউডের অভিষেক ছবি ‘নাশা’-এর মধ্য দিয়ে আরো একবার নগ্ন হয়ে ক্যামেরার সামনে হাজির হন তিনি। এ ছবির মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখেও পড়েন পুনম। তবে নিজের ইমেজেই থেকেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আবেদনময়ী ছবি এবং ভিডিও নিয়মিতই পোস্ট করেন পুনম। তবে সম্প্রতি একটি বক্তব্যের মধ্য দিয়ে ব্যাপক বিতর্কের মুখে পড়েছেন পুনম। এ মডেল-অভিনেত্রী জানিয়েছেন চড়া সম্মানী পলে পর্নো ছবিতেও কাজ করতে পারেন তিনি। কারণ এটাও তার কাছে একটি কাজ! এ বিষয়ে পুনম বলেন, আসলে সব কাজইতো কাজ। যারা পর্নো ছবিতে কাজ করছেন তারাও প্রফেশনাল। আমি যেকোনো সময় যেকোনোভাবে ক্যামেরার সামনে আসতে প্রস্তুত। কারণ, আমার জন্মই হয়েছে ক্যামেরার সামনে নিজেকে উপস্থাপনের জন্য। আর পর্নো ছবিও কিন্তু ছবি। সুতরাং পর্নো ছবিতে কাজ করতে আমার আপত্তি নেই। তবে সেক্ষেত্রে সম্মানীটা আমার মনমতো হতে হবে। কারণ, আমি মনে করি পর্নো ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করলে আমার ডিমান্ড অনেক বেশি হবে বলে বিশ্বাস করি।

Share this content:

Back to top button