আমেরিকালিড নিউজ

নিউইয়র্কে ন্যূনতম মজুরি বাড়ছে

এবিএনএ : নতুন বছরের উপহার হিসেবে নিউইয়র্কের স্বল্প আয়ের লোকজনের ন্যূনতম মজুরি ঘন্টায় ১৩ ডলার হচ্ছে ১ জানুয়ারি থেকে। অঙ্গরাজ্য গভর্ণর এন্ড্রু ক্যুমো এ সম্পর্কিত একটি বিধিতে স্বাক্ষর করেছেন।যেসব প্রতিষ্ঠানের কর্মচারির সংখ্যা ১০ জনের বেশী, সে প্রতিষ্ঠানের কর্মচারিরা প্রতি ঘন্টায় ন্যূনতম ১৩ ডলার করে পাবেন। এখন পাচ্ছেন ১১ ডলার। অপরদিকে ১০ জনের কম কর্মচারিওয়ালা প্রতিষ্ঠানের কর্মচারিরা পাবেন ন্যূনতম ১২ ডলার করে। ন্যুনতম মজুরি বৃদ্ধির এই বিধি পর্যায়ক্রমে বেড়ে ২০১৮ সালের ৩১ ডিসেম্বরের পর ১৫ ডলার করে হবে।

Share this content:

Related Articles

Back to top button