
এবিএনএ : করোনাভাইরাসে আক্রান্ত বিশ্বের রাজধানী নিউইয়র্কের মিনি বাংলাদেশ জ্যাকসন হাইটসের একটি পার্টি সেন্টারে গত সোমবার ১৬ই মার্চ সন্ধ্যায় ঢাকার ১৭ই মার্চের অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত করে (স্থানীয় আইন অনুযায়ী ১০ জনের বেশি এক জায়গায় একত্র হতে না পারার বাধ্যবাদকতার মধ্যেও স্বল্প পরিসরে) উদযাপিত হলো স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. সিদ্দিকুর রহমান। বঙ্গবন্ধুর রূহের মাগফেরাত, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাক্রান্ত মানবতার রোগমুক্তি ও অস্বচ্ছলতা কাটিয়ে উঠার জন্য অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন যুক্তরাষ্ট্র তরীকত ফেডারেশনের সাধারণ সম্পাদক ও নিউইয়র্কের স্বনামধন্য ইমাম কাজী কায়্যূম। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামাদ আজাদ ছিলেন অনুষ্ঠানটির পরিচালক। অনুষ্ঠানে শতবার্ষিকীর কেক কেটে উপস্থিত সবাইকে পরিবেশন করা হয়।
ভাইরাস সতর্কতা চর্চা অব্যাহত রাখতে অনুষ্ঠানে দুষ্প্রাপ্য হ্যান্ড সেনিটাইজার বিতরণ করেন ড. সিদ্দিক পত্নী শাহানারা রহমান। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর কপিও অনুষ্ঠানে বিতরণ করা হয়। উল্লেখ্য যে, বাংলাদেশ সহ পুরো বিশ্বে ১লা মার্চ ২০২০ থেকে ১লা মার্চ ২০২১ পর্যন্ত পুরো বৎসর ব্যাপী জন্মশত বার্ষিকী পালনের শুভ সূচনা ও উদ্ভোধনী অনুষ্ঠানটি একই ভাবে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে গত ১লা মার্চ যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও অংগ সংগঠনগুলো সহ নিউইয়র্কে পালিত হয়। এদিকে করোনাভাইরাসে আক্রান্ত নিউইয়র্কের জনজীবনে দুর্গতি নেমে আসার দরুণ দশ জনের বেশি জমায়েত হয়ে কোনই অনুষ্ঠান করা যাবেনা বলে নিউইয়র্ক নগর প্রসাশনের এই নিয়মের কারনে অংগ সংগঠনগুলোর অনেক নেতাই প্রবল ইচ্ছা থাকার পরও উক্ত অনুষ্ঠানে যোগদান করতে পারেননি বলে দু:খ প্রকাশ করেছেন। নিউইয়র্ক ষ্টেট আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক শাহীন আজমল তাদের মধ্যে অন্যতম। প্রেস বিজ্ঞপ্তি।
Share this content: