আমেরিকালিড নিউজ

নিউইয়র্কে বগুড়াবাসীর সভায় খালেদা জিয়ার মুক্তি দাবি

এবিএনএ : অবিলম্বে  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নিউইয়র্কে বসবাসরত বগুড়াবাসীর পক্ষ থেকে এক সভার আয়োজন করা হয়। রবিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পার্টি হলে সর্বস্তরের বগুড়াবাসীর এ সভায় বিশিষ্টজনেরাও সোচ্চার ছিলেন।সভার প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সম্পাদক ও ডেমক্রেটিক পার্টির নেতা, বিশিষ্ট ব্যবসায়ী আকতার হোসেন বাদল। তিনি বলেন, বিএনপিকে এবারও নির্বাচন থেকে দূরে রাখার অভিপ্রায়ে বেগম জিয়াকে জেলে নেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও বগুড়া জেলার নেতা রাফেল তালুকদার সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জাতীয়তাবাদী ফোরামের সেক্রেটারি গোলাম এম হায়দার মুকুট, সাবেক সেক্রেটারি রফিকুল ইসলাম ডালিম, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আতিউল আলম এবং সেক্রেটারি আবুল কাশেম, কম্যুনিটি লিডার কাজী আজিজুল হক মুন্না।

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলমত নির্বিশেষে সকল প্রবাসীকে এক কাতারে সামিল করার লক্ষ্যে একটি প্রচারপত্র বিতরণ করা হয়। এছাড়া গণস্বাক্ষর অভিযানের কথাও জানানো হয়।

Share this content:

Back to top button