আন্তর্জাতিকলিড নিউজ

নতুন অতিথিকে নিয়ে বৃটিশ রাজপরিবারে আনন্দের বন্যা

এবিএনএঃ নতুন ‘অতিথি’কে নিয়ে বৃটিশ রাজপরিবারে আনন্দের বন্যা। সেই আনন্দে মেতেছে পুরো বৃটেন। সংবাদপত্রগুলোর প্রথম পৃষ্ঠা দখল করে আছে সেই অতিথি। সে বৃটেনের প্রিন্স হ্যারির প্রথম সন্তান আর্চি হ্যারিসন মাউন্টব্যাটেন-উইন্ডসর। দু’দিন আগে পৃথিবীর আলো দেখেছে সে। তাকে নিয়ে বুধবার প্রথম জনসমক্ষে হাজির হন গর্বিত পিতা প্রিন্স হ্যারি ও মা মেগান মার্কেল। ক্যামেরার সামনে প্রথমবার নিজেদের সন্তানের মুখ দেখান। এ সময় পিতামাতা দু’জনকেই বেশ উৎফুল্ল দেখাচ্ছিল।

Share this content:

Back to top button