বাংলাদেশরাজনীতিলিড নিউজ

দলে ঐক্য আরো জোরদার করার আহ্বান সেতুমন্ত্রীর

এবিএনএ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজেদের মধ্যে মতপার্থক্য ভুলে গিয়ে দলে দৃঢ় ঐক্য গড়ে তুলতে সকল স্তরের নেতা-কর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি নিজেদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠা এবং যে কোন সমস্যা সমাধানে যাতে পদক্ষেপ নেয়া যায়, এ জন্য তৃণমূল পর্যায়ের প্রকৃত সমস্যা দলকে জানাতে দলের নেতাদের প্রতি আহ্বান জানান।
ওবায়দুল কাদের রবিবার সকালে চট্টগ্রাম আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই আহ্বান জানান।
বৈঠকে অন্যান্যের মধ্যে সিটি মেয়র এবং নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দিন, দলের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার চৌধুরী মহিবুল হাসান নওফেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার জিএস ফজলে রাব্বী সুজন বক্তব্য রাখেন।
দলের মধ্যকার কোন্দল দূর না হলে প্রয়োজনে সভাপতি শেখ হাসিনা হস্তক্ষেপ করতে পারেন বলে নিজের মত প্রকাশ করে সেতু মন্ত্রী বলেন, ‘নিজেদের মধ্যকার মতপার্থক্য ভুলে গিয়ে লক্ষ্যে পৌছুতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।’
দলে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করে দেন সেতুমন্ত্রী। তিনি আগামী তিন মাসের মধ্যে দলে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করে অঙ্গ সংগঠনগুলোর সম্মেলন সম্পন্ন করার সময় সীমাও নির্ধারণ করে দেন।

Share this content:

Back to top button