আমেরিকা

জাপান ও দক্ষিণ কোরিয়া সফরে নতুন পেন্টাগন প্রধান

এবিএনএ : দক্ষিণ কোরিয়া ও জাপান সফরের উদ্দেশে বুধবার যুক্তরাষ্ট্র ছেড়ে গেছেন নতুন পেন্টাগন প্রধান জেমস ম্যাটিস। সফরকালে তিনি এ অঞ্চলে আমেরিকার নিরাপত্তা বিষয়ক অঙ্গীকারের ব্যাপারে যুক্তরাষ্ট্রের দুই গুরুত্বপূর্ণ মিত্রকে পুনরায় আশ্বস্ত করবেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। তার এ সফর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কোন ঊর্ধ্বতন কর্মকর্তার প্রথম বিদেশ সফর।
পেন্টাগন এক বিবৃতিতে জানায়, সফরকালে প্রতিরক্ষা মন্ত্রী জাপান ও কোরিয়া প্রজাতন্ত্রের সঙ্গে সুসংহত মৈত্রী বজায় রাখার যুক্তরাষ্ট্রের অঙ্গীকার এবং যুক্তরাষ্ট্র-জাপান-কোরিয়া প্রজাতন্ত্র সহযোগিতা আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করবেন।
ম্যাটিস প্রথমে দক্ষিণ কোরিয়া যাবেন। তিনি সেখানে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। শুক্রবার ম্যাটিস টোকিও যাবেন। তিনি সেখানে প্রতিরক্ষা মন্ত্রী তমোমি ইনাদা ও অন্যান্য কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন।

Share this content:

Back to top button