
এবিএনএ : ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে বিক্ষোভ-অনশনের মধ্যেই জরুরি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার বিকেল ৪টার পর নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়।
বৈঠকের বিষয়টি গণামধ্যমকে নিশ্চিত করে ইসির জনসংযোগ শাখা। মাগরিবের নামাজের বিরতির সময় বেরিয়ে এলে নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘আমরা আলোচনা করছি, সিদ্ধান্ত হলে আপনারা জানতে পারবেন।‘
আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। সরস্বতী পূজার কারণে ওই তারিখ পরিবর্তনের দাবি জানিয়ে আসছে সনাতন ধর্মাবলম্বীরা। এমনকি গত বৃহস্পতিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনেও বসেছেন শিক্ষার্থীরা। রাজনৈতিক দলগুলোও এ নিয়ে বক্তব্য দিচ্ছে। ভোট পেছানোর ক্ষেত্রে সরকার বা আওয়ামী লীগের কোনো আপত্তি নেই বলে জানিয়ে দিয়েছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও।
Share this content: