
এ বি এন এ : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘আইএস সন্দেহে মালয়েশিয়ায় গ্রেফতার হওয়ার পর বাংলাদেশে ফেরত পাঠানো ফেনীর পিয়ার আহমেদ আকাশের গুলশান হামলায় কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।’
শনিবার দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ৮ নম্বর ফ্লোরে আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আছাদুজ্জামান মিয়া বলেন, ফেনীর একটি থানার অস্ত্র মামলায় ওয়ারেন্ট জারি ছিল আকাশের বিরুদ্ধে। কিন্তু সে সময় তিনি মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। পরে ইন্টারপোল ও মালয়েশিয়া পুলিশের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়।
গত শুক্রবার মালয়েশিয়ার একটি গণমাধ্যম খবর প্রকাশ করে, আইএসের সঙ্গে জড়িত থাকার সন্দেহ ২ সেপ্টেম্বর এক বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এরপর দিন তারা আবার খবর প্রকাশ করে, গুলশান হামলার সন্দেহভাজন এক আসামির সঙ্গে মালয়েশিয়াতে দেখা করেছিলেন ওই বাংলাদেশি।
তবে দুই প্রতিবেদনের একটিতেও ওই বাংলাদেশির নাম প্রকাশ করা হয়নি। পরে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করে বলা হয়, তিনি ফেনীর পিয়ার আহমেদ আকাশ।
Share this content: