জাতীয়বাংলাদেশলিড নিউজ

কুমিল্লা মেডিকেলে করোনা উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

এবিএনএ : মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এ তথ্য জানান।

তিনি জানান, উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে কুমিল্লার চান্দিনার ইউসুফ আলী (৪৯) মারা গেছেন। আর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা গেছেন নগরীর ঠাকুরপাড়ার নাবিল (২৮), দেবিদ্বারের তালতলা গ্রামের হাজী জব্বার (৮০), সদরের বলরামপুরের রিনা আক্তার (৫২) ও ব্রাহ্মণপাড়া উপজেলার দুদু মিয়া (৬৪)।

কুমেক হাসপাতালে বর্তমানে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১১৭ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ৩৮ জন ও উপসর্গ নিয়ে ৭৯ জন চিকিৎসাধীন আছেন।  এ পর্যন্ত এই মেডিকেলের করোনা ইউনিটে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৫৮ জন। এদের মধ্যে পজিটিভ ২৬ জন ও উপসর্গে মারা গেছেন ১৩২ জন।

Share this content:

Back to top button