আন্তর্জাতিক

কাবুল হামলার দায় স্বীকার আইএসের, নিহত ৬১

এ বি এন এ : আফগানিস্তানের রাজধানী কাবুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬১ জন হয়েছে। আরো দুই শতাধিক আহত হওয়া এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট।
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠনটির কথিত বার্তা সংস্থা আমাক জানিয়েছে, আইএসের দুই যোদ্ধা বিস্ফোরক বেল্ট পড়ে শিয়াদের সমাবেশে আত্মঘাতী হামলা করেছে। কাবুলের দেহ মাজাং স্কয়ারে পরিকল্পিত বিদ্যুৎ সরবরাহ লাইনের দাবিতে সংখ্যালঘু হাজারা জাতিগোষ্ঠীর হাজারো মানুষ জড়ো হয়েছিল। হাজারা অধ্যুষিত এলাকা এড়িয়ে বিদ্যুৎ সরবরাহ লাইন চলে যাওয়ায় মানুষ ক্ষোভ প্রকাশ করছিল। উল্লেখ্য, হাজারারা মূলত শিয়া মুসলিম।
তালেবান এই হামলার নিন্দা করেছে। বিভিন্ন গণমাধ্যমে পাঠানো ইমেইলে বলেছে, তারা এই হামলা করেনি।

Share this content:

Related Articles

Back to top button