জাতীয়বাংলাদেশলিড নিউজ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

এবিএনএ : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ট্রানজিট ক্যাম্পে পৌঁছেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। শনিবার দুপুর দেড়টায় তিনি সেখানে পৌঁছান। বরিস নতুন করে আসা নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন। পরে উখিয়ার বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আওএম) হাসপাতাল পরিদর্শন করবেন। এ ছাড়া তার উখিয়ার বালুখালী-২ রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন দাতা সংস্থার কার্যক্রম পরিদর্শন করার কথা। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম চৌধুরী, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লাকসহ বিভিন্ন দাতা সংস্থার কর্মকর্তা ও দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। দুদিনের সফরে শুক্রবার বাংলাদেশে এসেছেন বরিস। সফর শেষে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর মিয়ানমার ও থাইল্যান্ড সফর করার কথা।

Share this content:

Related Articles

Back to top button