আন্তর্জাতিক
ইয়েমেনে আত্মঘাতী হামলায় নিহত ৬০, দাবি আইএসের

এ বি এন এ : ইয়েমেনের দ্বিতীয় বৃহত্তম নগরী এডেনে একটি সেনা প্রশিক্ষণ শিবিরে সোমবার আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৬০ জন নিহতের দাবি করেছে আইএস।
এর আগে এক খবরে ১১ জন নিহত হওয়ার কথা জানানো হয়েছে গণমাধ্যমে।
একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, হামলাকারী তার গাড়ি নিয়ে এডেনের উত্তরাঞ্চলের ওই সেনা শিবিরে নতুন নিয়োগপ্রাপ্তদের এক জমায়েতে দ্রুতগতিতে ঢুকে পড়ে এবং বিস্ফোরণ ঘটায়।
এএফপি ও দ্য ডেইলি স্টার (লেবানন) এর বরাতি দিয়ে জানা গেছে, সেখান থেকে এখনও আহতদের হাসপাতালে নেয়ার কার্যক্রম চলছে। সেই সঙ্গে নিহতদের লাশও এখনও সেখান থেকে স্থানান্তর করা সম্পন্ন হয়নি।
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে ২০১৫ সালের মে মাসের পর থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৬০০ জনের বেশি সাধারণ মানুষ মারা গেছে। এ পর্যন্ত প্রায় আড়াই মিলিয়ন লোককে ইয়েমেন থেকে সরিয়ে নেয়া হয়েছে।
Share this content: