আমেরিকা

নিজ দেশে ফিরলেই মিলবে ১ হাজার ডলার ও ফ্রি বিমান টিকিট — ট্রাম্প প্রশাসনের চমকপ্রদ প্রস্তাব

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের জন্য ট্রাম্প প্রশাসনের নতুন প্রণোদনা, স্বেচ্ছায় ফেরত গেলে মিলবে আর্থিক সহায়তা ও নিরাপদ বহিষ্কারের সুযোগ

এবিএনএ: যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ অভিবাসীদের জন্য অভূতপূর্ব এক সুযোগ নিয়ে এসেছে ট্রাম্প প্রশাসন। যারা স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাবেন, তাদেরকে নগদ এক হাজার ডলার প্রদানের পাশাপাশি বিমানের টিকিটও বিনামূল্যে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নয়েম।

মে দেওয়া এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, যারা নিজ ইচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন, তারা গ্রেফতার আটককেন্দ্রের আতঙ্ক ছাড়াই নিরাপদে ফেরার সুযোগ পাবেন। এই বিশেষ সুবিধা নিতে আগ্রহীদের CBP Home অ্যাপএর মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।

মন্ত্রী নয়েম বলেন, “যদি কেউ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করে থাকেন, তাহলে স্বেচ্ছায় ফিরে যাওয়া হবে সবচেয়ে নিরাপদ এবং সাশ্রয়ী উপায়।”

বিশেষজ্ঞরা বলছেন, এই নীতির বাস্তবায়নে সরকার প্রতি অভিবাসী বাবদ গড়ে ৭০ শতাংশ খরচ সাশ্রয় করতে পারবে। বর্তমানে, একজন অভিবাসীকে গ্রেফতার থেকে দেশে ফেরত পাঠানো পর্যন্ত খরচ হচ্ছে গড়ে ১৭ হাজার ডলারের বেশি।

প্রসঙ্গত, বাইডেন প্রশাসনের চালু করা CBP One মোবাইল অ্যাপকে গত মার্চে রূপান্তর করা হয়েছে CBP Homeএ। যদিও এতদিন অ্যাপটির তেমন ব্যবহার হয়নি, তবে আর্থিক প্রণোদনা ঘোষণার পর আবেদনকারীর সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, বিশ্লেষকরা বলছেন, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। যদিও পূর্ববর্তী প্রচেষ্টায় কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় এবার উদ্ভাবনী কৌশলের আশ্রয় নেওয়া হয়েছে।

এছাড়াও ট্রাম্প প্রশাসন এর আগে মিলিয়ন ডলার বিনিময়ে গ্রিনকার্ড প্রদানের পরিকল্পনা ঘোষণা করলেও তা উল্লেখযোগ্য সাড়া ফেলতে পারেনি।

বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে অবস্থান অনেকের কাছেই নিরাপদ মনে না হওয়ায় অনেকেই স্বেচ্ছায় ফেরার পথ খুঁজছেন বলে মত দিচ্ছেন অভিজ্ঞ মহল।

Share this content:

Back to top button