বদরুলের বিচার শুরু

এবিএনএ : সিলেটে কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসকে হত্যাচেষ্টা মামলার আসামি বদরুল আলমের বিচার শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে সিলেট মূখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে বদরুলের বিরুদ্ধে চার্জ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। আদালতের এপিপি মাহফুজুর রহমান জানান, আদালতে বদরুলের পক্ষে জামিন আবেদন করা হয়েছিল। আদালত জামিন নামঞ্জুর করে বদরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ৫ ডিসেম্বর থেকে সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য্য করেছেন। এর আগে, গত ৮ নভেম্বর খাদিজা হত্যাচেষ্টা মামলায় আদালতে চার্জশিট প্রদান করা হয়। আদালত ১৫ নভেম্বর চার্জশিট গ্রহণ করেন। প্রসঙ্গত, গত ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম। ওইদিনই পুলিশ বদরুলকে গ্রেফতার করে। খাদিজা বর্তমানে ঢাকার সাভারের সিআরপিতে চিকিৎসাধীন রয়েছেন।
Share this content: