এবিএনএ : নিউইয়র্কে ব্যাপক উত্সাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উত্সব দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এখানে স্থানীয় সময় শুক্রবার দুর্গতিনাশিনী দশভুজা দেবীর বোধনের মধ্যদিয়ে দুর্গাপূজার অনুষ্ঠানিকতা শুরু হয়।
নিউইয়র্কে কমপক্ষে ১০টি স্থায়ী ও অস্থায়ী মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের ভিড় ছিল অন্য বছরের তুলনায় বেশী। পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বী প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতি সার্বজনীন এই উত্সবে এনে দিয়েছে ভিন্নমাত্রা।
কুইন্সের জ্যাকসন হাইটসের ওঁম শক্তি মন্দিরে শুরুর দিন শুক্রবারে সনাতন ধর্মাবলম্বীদের ভিড় জমে। অসীম দে শংকর, গৌরাঙ্গ রায়, স্বপন ক্লুু ও স্বরূপ সাহা পূজার আনুষ্ঠানিকতার দিন সবাইকে স্বাগত জানান। এরপর ঢাকের ঢোল, কাঁসর ঘণ্টা, শাঁখের ধ্বনিতে মুখর হয়ে ওঠে মন্দির এলাকা। মহালয়ার মধ্য দিয়ে শুরু হয় দেবীপক্ষ। শনিবার মহাষষ্ঠী পূজা দিয়ে শুরু হয় পাঁচ দিনের শারদীয় দুর্গোত্সব।
বাংলাদেশ বেদান্ত সোসাইটি এবার নিউইয়র্কে বড় পরিসরে সর্বজনীন শারদীয় দুর্গা উত্সবের আয়োজন করেছে। স্থানীয় সময় রবি ও সোমবার উডসাইডের কুইন্স প্যালেসের পূজা মণ্ডপে চলবে দুর্গোত্সব। এতে ছিল দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের প্রখ্যাত সঙ্গীত ও নৃত্য শিল্পীদের পরিবেশন করেন। রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিষদ নিবেদিত গিরীনন্দিনী এবং সোমবার রঞ্জনী নিবেদিত দুর্গতি নাশিনী উপস্থাপন করা হয়। প্রতিদিন সন্ধ্যা ছয়টায় নীলকমল ভৌমিক নিবেদন করেন শ্রী শ্রী চণ্ডীপাঠ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা, কণ্ঠযোদ্ধা শহীদ হাসান, শিল্পী কৃষ্ণা তিথি, তনিমা হাদী, শাহ মাহবুব, মৌগন্ধা, রোকসানা মির্জা, শতরুপা এবং ইন্ডিয়ান আইডল ভয়েস অব সেভেন সিস্টারস দেবারতি। অনুষ্ঠান উপস্থাপনা রন নর্থ আমেরিকার জনপ্রিয় প্রোগ্রাম উপস্থাপক ও টিবিএন ২৪ এর সিনিয়র নিউজ প্রেজেন্টার শামসুন নাহার নিম্মি। এ অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সর ছিলেন নিউইয়র্কের সংস্কৃতিসেবী ও বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর মো. আনোয়ার হোসেন।
জ্যাকসন হাইটস পূজা ফাউন্ডেশন ৮ অক্টোবর থেকে ৪ দিনব্যাপী জ্যাকসন হাইটসের ৭২-১১ রুজভেল্ট এভিনিউয়ের নান্দুসে জ্যাকসন হাইটস পূজা ফাউন্ডেশন শারদীয় দুর্গোত্সবের আয়োজন করেছে। স’ানীয় সময় রবিবার অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রিজিয়া পারভিন।
এদিকে আমেরিকান বাঙ্গালী হিন্দু ফাউন্ডেশন, হরিচাঁদ-গুরুচাঁদ আন্তর্জাতিক মতুয়া মিশন, সার্বজনীন পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাধা মধাব মন্দির, উত্তর আমেরিকা হিন্দু কল্যাণ পরিষদ, বাংলাদেশ পূজা সমিতি, রাধাকৃষ্ণ সেবক সংঘ গত ৮ অক্টোবর থেকে দুর্গাপূজা উদযাপন করছে।