বিনোদন

বাগদান সারলেন এশা গুপ্তা

এবিএনএ : বলিউডে চলছে বিচ্ছেদের মৌসুম। একের পর এক যখন বিচ্ছেদের খবর বলিপাড়ায় উড়ছে, ঠিক তখন অভিনেত্রী এষা নিয়ে এলেন সুখবর। তবে তিনি বিয়ের পিঁড়িতে বসেননি শুধু আংটি বদলের পালাটা সেরেছেন বলে জানিয়েছেন এই অভিনত্রেী।

জান্নাত ২ খ্যাত অভিনেত্রী এশা সম্প্রতি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হাত রিং পরিহিত একটি স্থিরচিত্র পোস্ট করেন। তার অনামিকায় শোভা পাচ্ছে এ রিং।

ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ছবিটি পোস্ট করে এশা ক্যাপশন দেন, ‘ও আমার কাছে জানতে চেয়েছিল, আর আমি হ্যাঁ বলেছি।’ তবে কার সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন এ বিষয়ে কিছু জানাননি এই অভিনেত্রী।

হেরা ফেরি ৩ ও রুস্তম শিরোনামের চলচ্চিত্রে দেখা যাবে এশা গুপ্তাকে।

Share this content:

Related Articles

Back to top button