এ বি এন এ : নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন সুস্থ ও সবল রয়েছেন।
তিনি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে সেবা দেবার মতো কর্মক্ষম রয়েছেন বলে বুধবার (১৪ সেপ্টেম্বর) চিকিৎসকের বরাত দিয়ে তার নির্বাচনী প্রচারণায় জানানো হয়।
প্রচারণাকালে জানানো হয়, হিলারি শারীরিক পরীক্ষায় দেখা গেছে তিনি স্বাভাবিক রয়েছেন। তাছাড়া তার মানসিক অবস্থাও খুবই ভালো।
এদিকে, হিলারির এক সহযোগী জানিয়েছেন, তিনি বৃহস্পতিবারের শেষ দিকে প্রচারণায় ফিরবেন।
হিলারির চিকিৎসক লিসা বারডাক জানিয়েছেন, এন্টিবায়োটিক সেবন ও বিশ্রামের মধ্য দিয়ে হিলারি খুব দ্রুত আরোগ্য লাভ করছেন।
১১ সেপ্টেম্বর নাইন-ইলেভেন স্মরণে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হিলারি ক্লিনটন। পরে তার চিকিৎসক জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন এ প্রেসিডেন্ট প্রার্থী।