জাতীয়

বৃষ্টির বিরতির পর আবারও দেশে তাপপ্রবাহের হুমকি, প্রস্তুত থাকুন!

বৃহস্পতিবার থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ফের তাপপ্রবাহের পূর্বাভাস, বজ্রসহ বৃষ্টিও হতে পারে কিছু স্থানে

এবিএনএ:  টানা বৃষ্টির পর কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও বাংলাদেশে আবারও গরম বাড়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ফের শুরু হতে পারে তাপপ্রবাহ।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, ২৭ এপ্রিলের পর থেকে টানা বৃষ্টিপাতের কারণে দেশের তাপমাত্রা কিছুটা কমে গিয়েছিল। তবে এবার দক্ষিণাঞ্চলের কুষ্টিয়া, যশোর, খুলনা পার্শ্ববর্তী এলাকায় গরম ফের শুরু হতে পারে। সেই সঙ্গে ধীরে ধীরে তা উত্তরাঞ্চল মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়বে।

বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় এবং কুষ্টিয়া, যশোর, কুমিল্লাসহ সিলেট ঢাকার কিছু স্থানে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।

অন্যদিকে, দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে।

তাপমাত্রা পরিস্থিতি
রংপুর রাজশাহী বিভাগে আজ দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে দেশের অন্যান্য অংশে তা আবারও সামান্যভাবে বাড়তে পারে।

সতর্কতা প্রস্তুতির পরামর্শ
আবহাওয়া অফিসের তথ্যমতে, যারা বাইরে কাজ করেন বা গরমে বেশি প্রভাবিত হন, তাদেরকে প্রচুর পানি পান, হালকা পোশাক পরিধান দুপুরের রোদ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

Share this content:

Back to top button